করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
সংবাদ মাধ্যমটির এক খবরে জানানো হয়, গত সোমবার সোহমের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এটা জানার পর ওইদিনই কলকাতার অ্যাপলো হাসপাতালে ভর্তি হন সোহম। এছাড়া তার স্ত্রী ও দুই ছেলের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনায় আক্রান্তের বিষয়ে সোহম আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। করোনার পজিটিভ রিপোর্ট পাওয়ার পর পরই তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হাসপাতালের দারস্থ হন। তবে বর্তমানে সোহমের অবস্থা খুব একটা আশঙ্কাজনক নয়।
Development by: webnewsdesign.com