এটিএম আজহারুলের বিরুদ্ধে নাশকতা মামলার চার্জশিট গ্রহণ

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ২:২১ অপরাহ্ণ

এটিএম আজহারুলের বিরুদ্ধে নাশকতা মামলার চার্জশিট গ্রহণ
apps

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশের আদালতে তাকে হাজির করে পুলিশ। এসময় রাজধানীর রমনা থানার নাশকতার একটি মামলায় তার বিরুদ্ধে দেওয়া চার্জশিট গ্রহণ করেন আদালত।

২০১১ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর রমনা থানা এলাকায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Development by: webnewsdesign.com