ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়াল

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১ | ১০:৪১ পূর্বাহ্ণ

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়াল
apps

সম্প্রতি প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন আরেকটি রূপ শনাক্ত হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। এদিকে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৪৮৫ জন এবং মারা গেছে ২ লাখ ২০ হাজার ২৩৭ জন। এ তথ্য দিয়েছে জন হপকিন্স ইউনিভার্সিটি।

সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্তের তালিকায় ব্রাজিলের অবস্থান তিন নম্বরে রয়েছে। জানা গেছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে গেছে ৭৭ লাখ ৯৮ হাজার ছয়শ ৫৫ জন। দেশটিতে বর্তমানে করোনা আক্রান্ত অবস্থায় রয়েছে ৯ লাখ ৮১ হাজার পাঁচশ ৯৩ জন।

এদিকে, ব্রাজিলে পাওয়া করোনার নতুন রূপটির রিসেপটর বাইন্ডিং ডোমেইনে (আরবিডি) তিনটি প্রধান রূপান্তর ঘটেছে যেটি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত রূপটির বড় প্রতিচ্ছবি বলে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। করোনাভাইরাসের আরবিডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান টার্গেট এবং টিকাগুলোরও প্রধান লক্ষ্য। এই আরবিডিতে পরিবর্তন তাই উদ্বেগজনক বিষয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ডিসেম্বরে ব্রাজিলের উত্তরের মানাউসে নতুন রূপটি শনাক্ত হয়েছে। এটি কোভিড-১৯কে আরও তীব্র পর্যায়ে নিয়ে যায় কিনা তা এখনও জানা যায়নি।

Development by: webnewsdesign.com