কক্সবাজার সদর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার বিকেল ৫টার দিকে হাসপাতালের নিচতলার স্টোররুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এসময় রোগী ও স্বজনরা দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের কার্যক্রম বন্ধ আছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান জানিয়েছেন, হারসপাতালের বাইরে খোলা স্থানে জরুরি ক্যাম্প করে মুমূর্ষু রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তবে হাসপাতালে প্রায় চার শতাধিক রোগী ভর্তি থাকলেও অধিকাংশ বেসরকারি বিভিন্ন হাসপাতালে চলে গেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এ ঘটনায় হতাহত হয়েছেন কি-না, এখনও জানা যায়নি।
Development by: webnewsdesign.com