শাহাদাতকে সংবর্ধনার অনুমতি পায়নি বিএনপি, নসিমন ভবনে সমাবেশ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ৭:০৫ অপরাহ্ণ

শাহাদাতকে সংবর্ধনার অনুমতি পায়নি বিএনপি, নসিমন ভবনে সমাবেশ
apps

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়া ডা. শাহাদাত হোসেনকে দিতে চাওয়া সংবর্ধনার অনুমতি পায়নি বিএনপি। তাই দলীয় কার্যালয় নসিমন ভবনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি।

বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ায় মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে সংবর্ধনা দেয়ার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে স্টেশন চত্বরে কোনো ধরনের জমায়েতের অনুমুতি পাওয়া যায়নি। তাই আপাতত নুর আহমদ সড়কের নসিমন ভবন কার্যালয়ে সমাবেশের প্রস্তুতি নিচ্ছি।’

তিনি বলেন, আজ বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সব নেতা, সদস্য, থানা-ওয়ার্ড বিএনপিসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নসিমন ভবনে সমাবেশে চট্টগ্রামের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর পরপরই নগর বিএনপির পক্ষ থেকে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে সংবর্ধনা দেয়ার কথা জানানো হয়।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ।

Development by: webnewsdesign.com