রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে পালন

শনিবার, ০৯ মার্চ ২০২৪ | ৫:৩৬ অপরাহ্ণ

রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে পালন
রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে পালন
apps

আজ পুলিশ মেমোরিয়াল ডে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে পুলিশ।

এ দিবস উপলক্ষ্যে রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয় এবং আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাজশাহী পুলিশ লাইন্স-এ পুলিশ মেমোরিয়াল ডে-এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়াসহ এক মিনিট নিরবতা পালন করেন। পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহীর যৌথ উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: সাইফুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, রাজশাহী জেলা মহোদয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী জেলা-সহ রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Development by: webnewsdesign.com