বাগেরহাটে প্রধান শিক্ষকের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বুধবার, ১৬ মার্চ ২০২২ | ৫:০২ অপরাহ্ণ

বাগেরহাটে প্রধান শিক্ষকের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
apps

বাগেরহাট এসবি নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহায়েব ইসলাম এর নামে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে স্কুলের সামনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শত শত এলাকাবাসি এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা মোশারেফ শেখ, সাবেক শিক্ষার্থী সবুজ মিনা, অবিভাবক মাহফুজা বেগম, শাহদাত হোসেন, মোঃ সোহেল শেখ, মোঃ মনির শেখ, শিক্ষার্থী শ্যাবনী সাহা, মোঃ ইয়াছিন প্রমুখ। বক্তারা বলেন, মোঃ সোহায়েব ইসলাম এসবি নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার পর থেকে বিদ্যালয়টি অনেক ভালভাবে চলছে। কিন্তু বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক এনামুল হক রুমিসহ স্থানীয় কিছু স্বার্থান্বেসী মহল স্যারের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হচ্ছেন। স্যারের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়েছেন তারা। আমরা এসব মিথ্যা বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া আমাদের প্রধান শিক্ষক একজন ভাল মানুষ। তার প্রচেষ্টায় বিদ্যালয়ের অনেক দরিদ্র ও অসহায় শিক্ষার্থী ভাল লেখা পড়া করতে পারছেন। প্রধান শিক্ষক নিজ উদ্যোগে গ্রামের অনেক দরিদ্র শিক্ষার্থীদের অর্থনৈতিক ভাবে সহযোগীতা করেন।

Development by: webnewsdesign.com