নবীনগরে জাতির পিতার জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ১১:১৫ পূর্বাহ্ণ

নবীনগরে জাতির পিতার জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
apps

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস এবং ২৬শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৪ মার্চ) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন নবীনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর থানার ওসি(তদন্ত) নূরে আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসাইন,বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার সিনিয়র সাংবাদিক ও নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবু কামাল খন্দকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী শাহান, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোঃ আবু মোছা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, নবীনগর সরকারি কলেজের প্রভাষক আরিফুল ইসলাম, সাংবাদিক জালাল উদ্দীন মনির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ প্রমুখ ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস সুষ্ঠু ভাবে উদযাপনের জন্য বিভিন্ন প্রস্তাব রাখেন এবং দিবস সমূহ যথাযথ ভাবে উদযাপন করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ইউএনও একরামুল ছিদ্দিক।

এসময় নবীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃত্ববৃন্দসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com