দেবীদ্বার রিপোটার্স ক্লাবের এক বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ ভ্রমন।

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ২:৫৭ অপরাহ্ণ

দেবীদ্বার রিপোটার্স ক্লাবের এক বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ ভ্রমন।
apps

কুমিল্লা দেবীদ্বার উপজেলা দেবীদ্বার রিপোর্টার্স ক্লাব আয়োজিত আনন্দ বনভোজন উপলক্ষে দেশের বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক্স মিডিয়া সংবাদ কর্মরত সাংবাদিক ও রিপোর্টার’দের নিয়ে সংঘঠিত কুমিল্লা দেবীদ্বার উপজেলায় “দেবীদ্বার রিপোটার্স ক্লাব” এর ১ বর্ষবরণ ২০২২ উপলক্ষে আনন্দ ভ্রমনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে সদস্যরা।

শুক্রবার(১৮ ফেব্রুয়ারি) পার্বত্য চট্টগ্রামের সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড়, ইকু পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমন করেছে ।

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ভ্রমন কালে এক স্থানীয় পুরহিতের থেকে জানা যায়, এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দুর-দুরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। অনেকেই বিশাল এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যান। আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে সেখান থেকে ফেরেন।

পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা ১১৫৫ ফুট উপরেই আছে এক জাগ্রত শিবমন্দির। এটা স্থাপিত হয়েছিল ১৩৩৩ বঙ্গাব্দ সালে সাধু- সন্নাসীসহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের তীর্থ স্থান এটি। সেইসঙ্গে পর্যটকদের জন্যও রোমাঞ্চকর এক স্থান।

ইকু পার্ক নিয়ে জানা যায়,, বিনোদনের উদ্দেশ্যে প্রায় ১,০০০ হেক্টর বনভূমি নিয়ে চট্টগ্রাম শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে সরকারী উদ্যোগে বাঁশখালী ইকোপার্ক নির্মাণ করা হয়। ১৯৮৬ সালে প্রায় ৭,৭৬৪ হেক্টর বনভূমি নিয়ে এই অভয়ারণ্য গড়ে তোলার ঘোষণা দিলে বাঁশখালীর বামের ছড়া ও ডানের ছড়া এই অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করা হয়।

Development by: webnewsdesign.com