সরাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এর প্রথম মৃত্যু বার্ষিকী

শনিবার, ২২ জানুয়ারি ২০২২ | ২:২৩ অপরাহ্ণ

সরাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এর প্রথম মৃত্যু বার্ষিকী
apps

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হালিম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিকাল ৩টায় উপজেলা পরিযদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী ইসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২এর সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এর সুযোগ্য সন্তান এডভোকেট হুমায়ুন মোর্শেদ।

আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া বেগম, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এডভোকেট কামরুজ্জামান আনসারী, সরাইল উপজেলা আওয়ালীগের যুগ্মআহবায়ক মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, সরাইল মহিলা কলেজের অধক্ষ্য বদর উদ্দিন, সরাইল মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন,

জাসদের ক্রেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পদক হোসাইন আহম্মেদ তফসির, সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুর রহমান, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পদক মাহবুব খান, যুবলীগ নেতা হাফিজুল আসাদ সিজার, সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এমদাদুল হক ছালেক, সেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক বাবুল হোসেন, আওয়ামী নেতা মুস্তাফিজুর রহমান, ন্যাপ নেতা আব্দুল জব্বারসহ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এর স্মৃতি চারণ করে বক্তাগণ বলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম যদিও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ছিলেন তথাপি কাজে-কর্মে তিনি সর্বদলীয় নেতা হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

এ সময় বক্তাগণ সরাইল বড্ডাপাড়া-তেরকান্দা-কাটানিশার ও বাড়িউড়া-কাটানিশার সড়ক দুটির মোড়ে তোরণ নির্মাণ এবং সরাইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটি হলরোমকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম নামকরণ করার জোরদাবী জানান। তাছাড়া সরাইল বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম স্মৃতি সংসদ গঠন করে প্রতিবছর স্মরণ সভা করার দাবি জানান।

বক্তাগণ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার এলাকার এই সূর্য সন্তান সরাইল উপজেলা আওয়ামী লীগের একাধিকবার নির্বাচিত সভাপতি ছিলেন। মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক হিসেবে অনবদ্য অবদান রেখেছিলেন তিনি। বর্ষীয়ান এই রাজনীতিবিদ মহান জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ২ বার নির্বাচনে প্রতিদ্বীতা করেন। সরাইল উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের কাছে তিনি হালিম ভাই হিসেবে সুপরিচিত ।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বঙ্গবন্ধুর কাছের লোক হিসেবে আস্থাভাজন ছিলেন। তিনি ১৮২ জন কর্মহীন বেকার যুবককে তিনি চাকুরী দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়ায় পরিবার পরিজন নিয়ে বসবাস করলেও শারীরিকভাবে অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত দলীয় রাজনীতির টানে তিনি সকাল থেকে রাত অবদি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সরাইলে দলীয় কর্মকান্ড চালিয়ে তৃনমূল নেতা-কর্মীদের আস্থা অর্জন করেছিলেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ২১ জানুয়ারী ২০২১ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বার্ধক্যজনিত কারনে শারীরিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘ দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

অনুষ্টানে মাওলানা জয়নাল উদ্দিনের দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা শেষে তাবারক বিতরণ করা হয়।

Development by: webnewsdesign.com