কুমিল্লায় প্রাইভেটকার, টাকাসহ কেন্দ্রে আওয়ামী লীগ নেতা, ১৫ দিনের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বুধবার, ০৫ জানুয়ারি ২০২২ | ১২:২৬ অপরাহ্ণ

কুমিল্লায় প্রাইভেটকার, টাকাসহ কেন্দ্রে আওয়ামী লীগ নেতা, ১৫ দিনের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
apps

ভোট কেন্দ্রে নগদ টাকা, নির্বাচনী কাগজপত্র ও অননুমোদিত প্রাইভেটকারসহ প্রবেশ করায় আওয়ামী লীগের এক নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লার ভুলুইন দক্ষিণ ইউপির গোলাচোঁ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা হলেন- লালমাই উপজেলার আওয়ামী লীগের দফতর সম্পাদক কাজী মেহেদী হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার জানান, বুধবার বেলা ১১টায় পুলিশ তাকে নগদ ৫৭ হাজার টাকা, নির্বাচনী কাগজপত্র ও অনুমোদনহীন প্রাইভেটকারসহ আটক করে। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Development by: webnewsdesign.com