দেশে ওমিক্রনে আরো চারজন আক্রান্ত

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ | ১২:৫৬ অপরাহ্ণ

দেশে ওমিক্রনে আরো চারজন আক্রান্ত
সংগৃহীত ছবি
apps

দেশে গত ২৪ ঘণ্টায় ওমিক্রনে আরো চারজন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মঙ্গলবার দুপুরে একজন আক্রান্তের পর রাতে আরো তিনজনের শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।

বুধবার করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য জানা গেছে।

এছাড়া গত সোমবার ঢাকার আরেক ব্যক্তি (৫৬) ওমিক্রনে সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়। তারও আগে জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়।

এদিকে ডেলটার মতো ভয়ংকর না হলেও দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এরই মধ্যে বিশ্বের অন্তত ১১০টি দেশে এই ধরন শনাক্ত হয়েছে।

বাংলাদেশও ধরনটির এখনো বিস্তার না হলেও প্রতিবেশী ভারতে এটিতে আক্রান্তের হার বেড়েই চলেছে। বিশ্লেষকেরা বলছেন, আগামী বছরের মার্চের দিকে দেশে ওমিক্রনের বিস্তার ব্যাপকভাবে বাড়তে পারে।

Development by: webnewsdesign.com