ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উদ্বোধন

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ | ৭:৩৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উদ্বোধন
apps

শিশু মৃত্যু ঝুঁকি কমাতে ঠাকুরগাঁওয়ে চার দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উদ্বোধন করা হয়েছে। ১১ ডিসেম্বর শনিবার সকালে শহরের হাজীপাড়ার আমানতুল্লাহ ইসলামী একাডেমিতে পৌরসভার আয়োজনে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন-২০২১ উদ্বোধন করেন, সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আনঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান উপস্থিত ছিলেন।

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলায় এবার মোট ১ হাজার ৩’শ ৮৭টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার মোট ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার মোট ১৮৯টি ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাসবয়সী ২৩ হাজার ২৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাসবয়সী ১ লাখ ৮৯ হাজার ৪’শ ৭৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Development by: webnewsdesign.com