হিলিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ | ৪:২৫ অপরাহ্ণ

হিলিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
apps

‘দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহাড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জালালপুর দ্বিমুখি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভুমিকম্প ও অগ্নিনির্বাপক মহড়া

অনুষ্ঠিত হয়।এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ভুমিকম্প ও অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটলে তা থেকে পরিত্রানের উপায় সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। পরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ,পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন,হিলি ফায়ার সার্ভিস কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান। বক্তব্য শেষে ফায়ার সার্ভিসেরকর্মীরা স্কুল-এলাকাবাসীদের ভূমিকম্প, অগ্নিকান্ডসহ বিভিন্ন দূর্যোগে মোকাবেলায় মহাড়ার আয়োজন করে।

Development by: webnewsdesign.com