হাকিমপুরে ৪০ টি পরিবার পেলেন নতুন ঠিকানা

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ | ৩:৪৩ অপরাহ্ণ

হাকিমপুরে ৪০ টি পরিবার পেলেন নতুন ঠিকানা
apps

দিনাজপুরের হাকিমপুরে প্রধানমন্ত্রীর উপহারের ৪০ টি পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৩য় পর্যায়ের ২য় ধাপে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাকিমপুর উপজেলা অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের পর ৪০ টি পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়।

হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম বলেন, খুবই সুন্দর ভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে যাতে গরিব গৃহহীনরা এই নতুন বাড়ি পেয়ে অতীতের ঘর না থাকার কষ্ট ভুলে যায়। আধাপাকা প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫ শত টাকা।প্রতিটি গৃহ একই ধরণের। যেখানে আছে-দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, ও একটি বারান্দা । এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।

বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: শ্যামল কুমার,উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া,আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানসহ সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com