হবিগঞ্জের বানিয়াচং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হলো বাল্যবিয়ে, অভিভাবকের শাস্তি

শনিবার, ০৩ জুন ২০২৩ | ১:৩৭ অপরাহ্ণ

হবিগঞ্জের বানিয়াচং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হলো বাল্যবিয়ে, অভিভাবকের শাস্তি
হবিগঞ্জের বানিয়াচং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হলো বাল্যবিয়ে, অভিভাবকের শাস্তি
apps

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাল্যবিয়ে আয়োজন করার অভিযোগে দুই অভিভাবককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (০২ জুন) দিনগত রাত ১০টায় উপজেলা সদরের যাত্রাপাশা মহল্লায় এই জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামছুল আরেফিন জিহাদ ভূইয়াসহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। ইউএনও পদ্মাসন সিংহ বলেন, বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের একটি ছেলের সঙ্গে যাত্রাপাশা মহল্লার বাসিন্দা ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছিল। রাত ১০টায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, মেয়ে ও ছেলের বাবাকে বাল্যবিয়ে নিরোধ আইনে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকা এবং কাজীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

Development by: webnewsdesign.com