সীতাকুণ্ড থেকে লুট হওয়া রড বোঝাই ট্রাক হাটহাজারী থেকে উদ্ধার

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | ২:০৬ অপরাহ্ণ

সীতাকুণ্ড থেকে লুট হওয়া রড বোঝাই ট্রাক হাটহাজারী থেকে উদ্ধার
apps

সীতাকুণ্ডে থেকে লুট হওয়া ৩৬ লাখ টাকার ১৫ টন রড বোঝাই ট্রাকটি চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। এ ঘটনায় ফেনীর ব্যবসায়ী রডের মালিক মো. গিয়াস উদ্দিন সীতাকুণ্ড থানায় ৭/৮ জন ডাকাতকে অজ্ঞাত আসামি করে গত শুক্রবার মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সোনাইছড়ি আবুল খায়ের ফ্যাক্টরি থেকে ১৫ টন রড কিনে একটি ট্রাক বোঝা করে ফেনী যাওয়ার পথে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল বাজারের উত্তর পাশে আসা মাত্র পিছন থেকে একটি লরি রডবাহী ট্রাকটিকে সামনে বেরিকেড দিয়ে রড বোঝাই ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটিকে ডাকাতেরা ঘুরিয়ে চট্টগ্রামের দিকে চালিয়ে নিয়ে যায় এবং বাঁশবাড়ীয়া এলাকায় গিয়ে ট্রাক ড্রাইভার ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে দেন।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সীতাকুণ্ডের শুকলালহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি লরিকে আড়াআড়িভাবে রেখে সড়ক অবরোধ করে একটি ডাকাত দল। এরপর ঢাকামুখী ১৫ টন রডবোঝাই ট্রাকটির চালক ও সহকারীকে ছুরির মুখে জিম্মি করে তারা। ট্রাকটিকে সীতাকুণ্ড পৌর সদর দিয়ে ঘুরিয়ে চট্টগ্রামে দিকে চালিয়ে নেয় চক্রটি।

আশরাফুল করিম আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে তাঁরা বুঝতে পেরেছেন যে আন্তজেলা ডাকাত দলের চক্রটিতে ফেনী, সীতাকুণ্ড, হাটহাজারী ও কুমিল্লার একাধিক ব্যক্তি জড়িত। ট্রাকটি থেকে রড সরিয়ে ডাকাত দল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় খালি ট্রাক ফেলে যায়। এ ঘটনায় গত শুক্রবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন রডের মালিক ফেনীর ব্যবসায়ী গিয়াস উদ্দিন। আশরাফুল করিম আরো বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।।

Development by: webnewsdesign.com