সিলেট নগরীতে স্বাস্থ্যবিধি মানাতে সড়কে ভ্রাম্যমাণ আদালত

সোমবার, ০৫ এপ্রিল ২০২১ | ৪:১২ অপরাহ্ণ

সিলেট নগরীতে স্বাস্থ্যবিধি মানাতে সড়কে ভ্রাম্যমাণ আদালত
apps

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় সাতদিনের লকডাউন ঘোষণা করে সরকার। এদিকে লকডাউনের প্রথমদিনে সিলেটে নগরীরে উপেক্ষিত রয়েছে স্বাস্থ্যবিধি। তাই স্বাস্থ্যবিধি মেনে মানুষের চলাচল নিশ্চিত করতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( এপ্রিল) সিলেট নগরীর বিভিন্ন সড়কে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন কুমার সিংহ।

প্রথম দিনেই স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৯ জনকে ৯ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লকডাউনের নির্দেশনা অমান্য করে চলাচল করায় কয়েকটি সিএনজি অটোরিকশাকেও জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে সিসিকের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পথচারীদের নির্দেশনা দেওয়া হয়।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৫

Development by: webnewsdesign.com