সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুক-রিভলবার-কার্তুজসহ ৩ সদস্য গ্রেফতার

বুধবার, ০৬ জানুয়ারি ২০২১ | ২:৫৭ অপরাহ্ণ

সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুক-রিভলবার-কার্তুজসহ ৩ সদস্য গ্রেফতার
apps

সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের খাসার পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কাটাবিল গ্রামের মৃত মদরিছের ছেলে ইসলাম(৩৪) সিলেটের বিয়ানীবাজার থানার সাদিমাপুরের বাঙ্গালহুদার খলিলুর রহমানের ছেলে হোসেন আহমদ (৩০) ও পশ্চিম নোয়াগ্রামের মৃত মালু হােসেনের ছেলে সাইরুল ইসলাম (৩৩)।

পুলিশ জানায়, বিয়ানীবাজারে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংঘবদ্ধ ডাকাতচক্র। সোর্সের মাধ্যমে এমন সংবাদ পায় পুলিশ। সিলেটের পুলিশ সুপার থেকে সহকারি পুলিশ সুপার (সার্কেল) এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ, পরামর্শ এবং পুলিশের বিশ্বস্থ সোর্স এর মাধ্যমে ডাকাত চক্রের গতিবিধি লক্ষ্য রাখা হয়। গত তিনদিন থেকে এ ডাকাতচক্রের সাথে ছায়ার মতো কয়েকজন পুলিশ সোর্স লেগে ছিল। একই সাথে পুলিশ প্রযুক্তির সহায়তায় তাদের সর্বশেষ অবস্থান নজরে রেখেছিল।

মঙ্গলবার রাত ৮টার দিকে খাসা এলাকায় আসার পর আগে থেকে ওৎপেতে থাকা বিয়ানীবাজার থানা পুলিশ ডাকাতদের বহনকারি মাইক্রোর গতিরোধ করে। এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটককৃতদের বিয়ানীবাজার থানা দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসে পুলিশ। এ সময় ডাকাতদের কাছে থাকা ব্যাগ থেকে দুইটি বন্দুক, একটি রিভলবার, ১৪টি কার্তুজ, ৩টি রাম দা, অত্যাধনিক কাটারসহ ডাকাতিকাজে ব্যবহৃত হয় এমন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

ধৃত ডাকাতদের আটককালে সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদীপ্ত রায়, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লল রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানসহ থানা পুলিশের এসআই, এএসআইসহ একদল পুলিশ।

ডাকাত আটক ও অস্ত্রসহ ডাকাতিকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়।

তিনি বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিয়ানীবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ চক্রের আরো সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারের বিষয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

Development by: webnewsdesign.com