সাবধানতা অবলম্বনে সাকিবের জন্য গানম্যান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ২:৩৬ অপরাহ্ণ

সাবধানতা অবলম্বনে সাকিবের জন্য গানম্যান
apps

সাকিব আল হাসানকে ফেসবুকে হত্যার হুমকি দেয়া সুনামগঞ্জের মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) হুমকির বিষয়টি হালকা করে দেখেনি।

সাকিবের নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ দিয়েছে সংস্থাটি। বুধবার (১৮ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের পাশে একজন বন্দুকধারী নিরাপত্তাকর্মীকে দেখা গেছে।

সাকিবের নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘এটি একটি অনাকাক্সিক্ষত ঘটনা। যা উদ্বেগজনক। আমরা জানার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। সাবধানতা অবলম্বনের জন্য এটি সাময়িক ব্যবস্থা।’ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ভারতের কলকাতায় সাকিবের পূজা উদ্বোধনের খবর আসে গণমাধ্যমে।

এরপরই তাকে ফেসবুকে হত্যার হুমকি দেয়া হয়। পরে সাকিব নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় জানান, তিনি পূজা উদ্বোধন করতে যাননি। তারপরও ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।

Development by: webnewsdesign.com