সরাইলে সেচ সংকটে ১০ সহস্রাধিক হেক্টর বোরো জমি চাষ অনিশ্চিত

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | ৩:১৮ অপরাহ্ণ

সরাইলে সেচ সংকটে ১০ সহস্রাধিক হেক্টর বোরো জমি চাষ অনিশ্চিত
apps

সেচ সংকটে অনিশ্চয়তা দেখা দিয়েছে সরাইলে ১০ সহস্রাধিক বোরো জমি চাষ। চাষের ভরা মৌসুম চলে যাচ্ছে এখনো খালে আসেনি সবুজ প্রকল্পের পানি। আশুগঞ্জ-আখাউড়া ৪ লেন মহাসড়ক উন্নয়ন কাজের কারণে বন্ধ হয়ে গেছে আশুগঞ্জ থেকে সরাইলের বিশ্বরোড মোড় পর্যন্ত খালটি। সড়কের পাশে পানির ড্রেন করার কথা থাকলেও শুরুতে এ বিষয়ে চিন্তাই করেননি ঠিকাদার। প্রয়োজনে কখনো খালের মাঝখানে দেয়া হচ্ছে বাঁধ। সবুজের পানি আসছে আসবে বলে শুধু কালক্ষেপণ করছে কর্তৃপক্ষ। সরাইলের জাফর খালে চড়ছে গরু-ছাগল। বোরো চাষ না করতে পারায় কাঁদছেন কৃষকরা।

সরজমিন ঘুরে বিএডিসি, ইউএনও’র কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএডিসি’র সবুজ প্রকল্পের পানি দিয়ে সরাইল এলাকার ১০ সহস্রাধিক বোরো জমি চাষ হয়ে আসছে অনেক বছর ধরে। স্বল্প খরচ ও পরিশ্রমে ভালো ধান উৎপাদন হয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে মহাসড়কের উন্নয়ন কাজের ফলে পানি প্রবাহের ওই খালটি ভরাট হওয়ার উপক্রম হয়েছে। ২০২১ সালে জমি চাষের মাসখানেক পরই খালে পানির প্রবাহ একেবারে কমে গিয়েছিল। তখন চাষকৃত জমিগুলি পানির অভাবে ফেটে চৌচির হয়ে যায়। পানির দাবিতে আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষকরা। শেষ রক্ষা হয়নি। আশানুরূপ ফলন হয়নি। ধান চাষে ক্ষতির ঘানি টেনেছেন কৃষকরা। আর এ বছর অবস্থা আরও খারাপ। নির্ধারিত মৌসমের এক মাস পরও সবুজের পানি ছাড়তে পারছে না বিএডিসি। কারণ পানি প্রবাহের খালটি বন্ধ। এক্সেভেটর দিয়ে মাটি কেটে পানি আনার চেষ্টা করছে বিএডিসি। পানির জন্য অপেক্ষা করছেন সরাইলের কৃষকরা। বীজতলা লাল হয়ে নষ্ট হচ্ছে। পানি তো আসছে না। কেউ কেউ বাধ্য হয়ে বোরিং করে গভীর নলকূপ বসিয়েছেন। ডিজেল দিয়ে পানি সেচ করে কিছু জমি চাষ হচ্ছে। তবে খরচ বেশি হওয়ায় বোরো চাষে নিরুৎসাহিত হচ্ছেন অধিকাংশ কৃষক। পার্শ্ববর্তী দেশ ভারতকে ট্রানজিট দেয়ার লক্ষ্যে আশুগঞ্জ থেকে সরাইলের বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া পর্যন্ত মহাসড়কের ৫০ কিলোমিটারজুড়ে ৪ লেন রাস্তার উন্নয়নের কাজ চলছে। মোট ব্যয় বরাদ্দ হচ্ছে ৫৬৭ কোটি ৮৫ লাখ টাকা। এ কাজের জন্য আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের পাশের খালটি ভরাট হয়ে গেছে। কাজ শুরুর আগে ৩৫-৪০ ফুট প্রস্থের খাল দিয়ে পানি প্রবাহিত হতো। বর্তমানে ওই খালের অস্তিত্ব খুঁজে পাওয়া দুস্কর। অসংখ্য জায়গায় প্রবাহের দিক ঘুরিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে। খালের গভীরতাও পূর্বের তুলনায় অনেক কমে গেছে। তাই এখন পর্যন্ত প্রকল্পের পানি ছাড়ছে না বিএডিসি। এসব কারণে আশুগঞ্জ অ্যাগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের (সবুজ প্রকল্প) আওতায় সরাইল উপজেলার ১০ হাজার হেক্টর জমির বোরো ধান চাষ অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ইসলামাবাদ গ্রামের কৃষক ফরিদ মিয়া (৬২), শাহবাজপুর দীঘিরপাড়ের কৃষক ওমেদ আলী (৬৫) ও ইউনুছ মিয়া (৪২) আক্ষেপ করে বলেন, সময় চলে যাচ্ছে। পানি নেই। এক মাস ধরে শুধু পানি আসবে শুনছি। লাখ লাখ কানি জমি চাষ হচ্ছে না। এখন চাষ করলেও ফলন ভালো হবে না। এখানকার কৃষকরা শেষ। কেউ এ বিষয়ে কথা বলছেন না। বাংলাদেশ কৃষক সমিতি সরাইল শাখার সভাপতি দেবদাস সিংহ রায় বলেন, দেড় মাস চলে গেছে। সরাইলের বোরো উৎপাদন শেষ। বড় ধরনের ক্ষতি হয়ে গেছে স্থানীয় কৃষকদের। গতকাল জেলা কমিটির সভায় এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে আগামী বৃহস্পতিবার একটি স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত সর্বক্ষণ মনিটরিং করছি। বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী রূবায়েত ফয়সাল আল-মাছুম এখন পর্যন্ত পানি না দিতে পারার কথা স্বীকার করে বলেন, ফোর লেনের কাজ করতে সবুজ প্রকল্পের পানি প্রবাহের খালটি একেবারে বন্ধই করে দিয়েছেন ঠিকাদার। আন্তঃমন্ত্রণালয়ের সভায় ১১.৬০ কিলোমিটার সড়কের পাশ দিয়ে পানি প্রবাহের জন্য ৫ মিটার জায়গা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আমরা এক্সেভেটর দিয়ে খালের মাটি তুলছি। আগামী ৪-৫ দিনের মধ্যে পানি পাবে কৃষকরা। তবে গতি কম থাকবে। আগামী বছর সড়কের পাশে ৪.৫ মিটার প্রস্থ ও ২.৫ মিটার হাইটে আরসিসি ক্যানেল করা হবে। আবার সাব-ক্যানেলও হবে।

 

Development by: webnewsdesign.com