সরাইলে টিকা নিতে আসা শিক্ষার্থীকে মারধর করলেন শিক্ষা কর্মকর্তা

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৫৬ অপরাহ্ণ

সরাইলে টিকা নিতে আসা শিক্ষার্থীকে মারধর করলেন শিক্ষা কর্মকর্তা
apps

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টিকা নিতে এসে মারধরের শিকার হয়েছে এক শিক্ষার্থী। আর এ অভিযোগ সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত ওই শিক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার ( ১৬ ফেব্রুয়ারি ) সকালে সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে আমার ছেলে কোভিট-১৯ টিকার ২য় ডোজ নেওয়ার জন্য লাইনে দাঁড়ালে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান আমার ছেলের কাছে কোন স্কুলের ছাত্র পরিচয় জানতে চাইলে সে প্রতিউত্তরে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে জানায়। এই পরিচয় জানার সাথে সাথেই আমার ছেলের দুগালে স্বজোড়ে চর মারেন তিনি। আমার ছেলেকে কেন চড় দেয়া হলো আমি এর কারণ জানতে চাইলে তিনি আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমন কি আমকে মারতেও উদ্ধৃত্ত হন।

এ ব্যাপারে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল প্রতিনিধিকে বলেন, এ অভিযোগ সঠিক নই,আজকে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের কোনো টিকা ছিল না।

Development by: webnewsdesign.com