শীতে উষ্ণতার প্রলেপ দিতে ব্যাস্ত সময় পার করছেন কুষ্টিয়ার নব্য চেয়ারম্যান খোকন

সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ | ৫:১৬ অপরাহ্ণ

শীতে উষ্ণতার প্রলেপ দিতে ব্যাস্ত সময় পার করছেন কুষ্টিয়ার নব্য চেয়ারম্যান খোকন
apps

উত্তরের শীত মানেই কুয়াশার চাদরে ঘিরে রাখা প্রকৃতি। সবকিছুকে কোলে টেনে নেওয়া কুয়াশার মাঝে হাড় কাঁপানো শীত। আর এমন প্রকৃতিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের শেষ নেই। এমন পরিস্থিতিতে কুষ্টিয়া কুমারখালী উপজেলা নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আলাউদ্দিন আহমেদ এর ভাতিজা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন গ্রামের খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও মাসব্যাপী কম্বল বিতরণ করে যাচ্ছেন।

সরোজমিনে দেখা গেছে গত ১৩ তারিখ বৃহস্পতিবার দিনে ও রাতে নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল ঈদগাহ মাঠে এবং বাঁশআড়া আবাসন প্রকল্পের অসহায় হতদরিদ্রদের মাঝে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে তাদের হাতে তুলে দিচ্ছেন কম্বল। জিয়াউর রহমান খোকন নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতিনিয়ত তার ইউনিয়নের প্রতিটি গ্রামের হতদরিদ্রদের মাঝে উষ্ণতার পরশ দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন বলেন, এই কনকনে শীতে আমার পক্ষ থেকে অসহায়, গরিব দুঃখী মানুষের জন্য রইল ‘শীতার্তের জন্য ভালোবাসা’। এভাবে আমি আগামী দিনগুলো গরিব-দুঃখীদের পাশে দাঁড়িয়ে সেবা করে যেতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, সেই সাথে আমার পিতৃতুল্য চাচা আলাউদ্দিন আহমেদ এর জন্যই আজ আমি আপনাদের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছি আপনারা তার জন্য দোয়া করবেন। তার জন্যই আজ আমি আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি।

 

Development by: webnewsdesign.com