রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৬ জন জখম

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৫৩ অপরাহ্ণ

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৬ জন জখম
apps

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় হামলাকারীরা ৫ ব্যাক্তিকে কুপিয়ে জখম করেন। শনিবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় ঘটে এ ঘটনা।
ব্যবসায়ী মোবারক হোসেন জানান, তিনি আতলাশপুর এলাকার সালাম ভূইয়ার ছেলে। সে এলাকায় বালুর ব্যবসার করে আসছেন। কয়েকদিন ধরে একই এলাকার এমারতের ছেলে জুয়েল তার কাছ থেকে ৫লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
এদিকে দাবিকৃত টাকা না পেয়ে শনিবার বিকেল ৪টার দিকে জুয়েলসহ তার সহযোগী হাসিব, হীরা, রাব্বিসহ ৮/১০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় হামলাকারীরা ব্যবসায়ী মোবারক হোসেনকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তার ভাই আশরাফুর ইসলাম, ইসমাইল হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় তাদের আত্মচিৎকারে তাদের বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা মারুফ হাসান, রোমান, সোহরাব ও বশিরকে পিটিয়ে আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদা দাবির বিষয়টি অস্বীকারকরে বলেন, তার ছোট ভাই আবু সুফিয়ানের কয়েকজন বন্ধু তাদের বাড়ি থেকে দাওয়াত খেয়ে যাবার পথে মোবারকের ভাই আশরাফুল ও ইসমাইল অকারনে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি লোকজন নিয়ে তাদের মারধর করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় একটি লিখিতভাবে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

Development by: webnewsdesign.com