রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

সোমবার, ১৩ মার্চ ২০২৩ | ৩:২৪ অপরাহ্ণ

রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
apps

রাজশাহীতে তিন ঘণ্টা বিলম্বের পর ট্রেন চলাচল শুরু হয়েছে , রোববার (১২ মার্চ) রাত ৮ টার দিকে শিক্ষার্থীরা রাবি স্টেশনের কাছে চারুকলা অনুষদের কাছে রেললাইনে আগুনে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর রাত পৌনে ১টার দিকে রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু হয়। ৩ ঘণ্টা বিলম্বে পঞ্চগড়গামী বাংলাবান্ধা ট্রেনটি ছেড়ে যাই। রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তিন ঘণ্টা বিলম্বে পঞ্চগড়গামী বাংলাবান্ধা ট্রেনটি ছেড়ে গেছে। এর আগে আমরা লাইন মেরামত করি। কিছুক্ষণের মধ্যে ঢাকাগামী ধুমকেতু ট্রেন ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, এই বিলম্ব কাটতে দুই থেকে ৩ দিন সময় লাগবে। পর্যায়ক্রমে বিলম্ব কমে যাবে। আমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে সঠিক সময়েই ট্রেন পৌঁছাতে। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।

Development by: webnewsdesign.com