রাজশাহীতে সাউন্ডবক্স বাজিয়ে গানের তালে তালে ব্রাজিল সমর্থকদের উল্লাস

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | ৪:২১ অপরাহ্ণ

রাজশাহীতে সাউন্ডবক্স বাজিয়ে গানের তালে তালে ব্রাজিল সমর্থকদের উল্লাস
রাজশাহীতে সাউন্ডবক্স বাজিয়ে গানের তালে তালে ব্রাজিল সমর্থকদের উল্লাস
apps

কাতার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। খেলা শেষে রাজশাহীতে সাউন্ডবক্স বাজিয়ে গানের তালে তালে উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা।

ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার খেলা শুরু হয় সোমবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ১টায়। শেষ হয় রাত ৩টার কয়েক মিনিট আগে। ম্যাচের প্রথমার্ধে চার গোল করে দলকে এগিয়ে রাখেন নেইমাররা। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা না পেলেও ব্রাজিলকে ১ গোল দেয় দক্ষিণ কোরিয়া। সর্বশেষ ৪-১ গোলের ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে সালসাওরা।

দিনগত রাত ৩টার কিছু আগে রেফারির বাঁশি বাজতেই বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। সাউন্ডবক্স বাজিয়ে গানের তালে তালে নাচতে থাকনে তারা। কেউ ঢোল বাজাচ্ছেন, আবার কেউ বাঁশি, কেউবা পতাকা উড়িয়ে চিৎকার করে বলছেন ব্রাজিলের জয়। রাজশাহীর তালাইমাড়িসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টিভি রুমে, শিক্ষার্থীরা ছোট-বড় পতাকা নিয়ে আনন্দ করতে থাকে।
ঢোল বাজাচ্ছিলেন সাবিদ নামে এক ব্রাজিল সমর্থক। তিনি বলেন, ‘৪-১ গোলের ব্যবধানে জিতেছি। আনন্দ আর ধরে রাখতে পারিনি। তাই কিছু সময়ের জন্য বেরিয়ে এসেছি। ঢোল বাজিয়ে সবাই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি।’

ব্রাজিলের জন্মগত ভক্ত জাহাঙ্গীর আলম দুর্লভ বলেন, ‘ব্রাজিলের জন্য রাত জাগা সার্থক। ব্রাজিলের এ ক্রীড়া নৈপুণ্যতা নতুন কিছু নয়। আমি চাই ফাইনালে আর্জেন্টিনাকে এমন খেলা দেখিয়ে বিশ্বকে তাক লাগাবে প্রিয় দলটি।’

রাত জেগে তালাইমাড়ি মোড়ে বড় পর্দায় খেলা দেখতে এসেছেন ব্রাজিলের আরেক সমর্থক ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘ব্রাজিল মানেই বিশ্বসেরা ফুটবল টিম, ব্রাজিল মানেই উন্মাদনা। আজ ভেবেছিলাম ব্রাজিল কমপক্ষে ১ হালি গোল দেবে এবং দিয়েছেও। এতে আমি মহাখুশি।’

তবে ব্রাজিলের খেলা দেখতে তালাইমাড়িতে ভিড় জমিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরাও। তারা ব্রাজিলের বিপক্ষে গিয়ে কোরিয়ানদের সাপোর্ট নিতে দেখা গেছে। দক্ষিণ কোরিয়া ১ গোল করায় তাদের উল্লাস চোখে পড়ার মতো। এমনি একজন সমর্থক রুয়েট পড়ুয়া ছাত্র মোজাম্মেল হোসেন সবুজ।
তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া দুর্বল টিম তাই ব্রাজিল চারটা গোল দিতে পেরেছে। আমার প্রিয় দলে আর্জেন্টিনার সঙ্গে খেলা পড়লে কয়টা গোল দিতে পারে তখন দেখতাম।’

ব্রাজিলের আরেক সমর্থক মো. কাদের বলেন, ‘ছোট বেলা থেকেই ব্রাজিলকে ভালোবাসি। তবে আর্জেন্টিনা সমর্থকরা অনেক বড় বড় কথা বলে। এখন তাদের দেখা নেই। এবারের বিশ্বকাপ নিয়ে আবারও বিশ্বকে তাক লাগিয়ে দেবে ব্রাজিল।’

Development by: webnewsdesign.com