ময়মনসিংহে ব্যালট ডাকািতর অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক চার

শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | ৬:২২ অপরাহ্ণ

ময়মনসিংহে ব্যালট ডাকািতর অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক চার
ছবি-সংগৃহীত।
apps

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে শনিবার ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। অপরদিকে ৫নং ওয়ার্ডের শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক ও নারিকেল গাছ প্রতীকের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষের সময় দুই সাংবাদিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার বেলা ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে ৭নং রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, ৩নং অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল আহমেদ ও ছাত্রলীগ নেতা কাউসার মিয়া ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তাদের পুলিশ আটক করে।

বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্যাট মাইদুল ইসলাম। তিনি বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের সময় চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে দুপুর ১টার দিকে শেখ লেবু স্মৃতি পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম হবির নৌকা প্রতীক ও আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের নারিকেল গাছ প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত এনটিভি ক্যামেরাম্যান মাসুদ রানা ও একাত্তর টিভির ক্যামেরাম্যান নুরুজ্জামান জামানের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। মারাত্মক আহত মাসুদ রানাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন প্রতিদ্বদ্বিতা করছেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, ৯টি কেন্দ্রে ৯ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাইকিং ফোর্সের সঙ্গে ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশেষ টিমে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।

Development by: webnewsdesign.com