মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ | ২:৩৯ অপরাহ্ণ

মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
apps

মৌলভীবাজার শহরের রাস্তায় বের হলেই যানজটের মতো দুর্ভোগের সম্মুখীন হতে হয় এ অবস্থা থেকে নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় সিদ্বান্ত হয় পৌর শহরে গ্যাস চালিত সিএনজি চলাচলের জন্য বিআরটি থেকে কোনো অনুমোদন দেয়া হবে না।

গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রসাশক সম্মেলন কক্ষে জেলা প্রসাশন ও জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা হয়েছে।

মতবিনিময় সভায় সভাপত্বিত করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার রাজনগর- ৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন-সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহার আলাউদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকবদার, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান,পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

মতবিনিময় সভায় শহরে দুই কালারে গ্যাস চালিত টমটম চলবে, সিএনজি শহরের বাহিরে চলবে এবং শহরের ফুটপাতে কোনো দোকানপাট বসতে দেয়া হবে না।

Development by: webnewsdesign.com