মৌলভীবাজার জুড়ীতে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ভস্মিভূত

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১ | ৫:৩৮ অপরাহ্ণ

মৌলভীবাজার জুড়ীতে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ভস্মিভূত
apps

মৌলভীবাজারের জুড়ীতে একটি মার্কেটে আগুন লেগে মালামালসহ ৬টি দোকান ও গুদাম এবং দুইটি ঘর পুড়ে গেছে এতে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি শনিবার দিবাগত রাত দেড়টায় উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজার শিশুপার্ক রোডস্থ বলাই চেয়ারম্যান মার্কেটে ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় দেড়টায় মার্কেটের কাপড়ের দোকান-গুদামে আগুন লাগে। মূহুর্তেই দুইটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মার্কেটের বেশ কিছু অংশসহ পুরো বাজারটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুনে দোকান ও গুদাম মালিক কফিল উদ্দিন, মিয়াচাঁন ও আব্দুল জলিলের ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং দু’টি ঘর পুড়ে যাওয়ায় প্রায় ২০লাখ টাকা ক্ষতির ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, অজ্ঞাতনামা কেহ শত্রুতাবশত আগুন লাগিয়ে থাকতে পারে।

Development by: webnewsdesign.com