মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা,চারজনের প্রাণহানি

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০ | ৪:০৫ অপরাহ্ণ

মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা,চারজনের প্রাণহানি
apps

মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। আজ ২৮ জানুয়ারি, মঙ্গলবার সকালে ও সোমবার গভীর রাতে দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে মৌলভীবাজারের সদরে আজ সকাল সাড়ে ৮টারদিকে একটি পিকআপভ্যানচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ সময় আরো চারজন আহত হয়েছেন। সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের সদর উপজেলার শেরপুরের দাউরবাগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।এতে নিহতরা হলেন- সদর উপজেলার বাউরভাগ গ্রামের মোজাহিদুর রহমান (৩৫) ও পাবনা জেলার ইশ্বরদী’র আল আমিন (২৫)।এ ঘটনার বিবরণে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মৌলভীবাজার থেকে শেরপুরে যাচ্ছিল যাত্রীবাহী অটোরিকশাটি। সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দাউরবাগ এলাকায় বিপরীতমুখী একটি পিকআপভ্যানের সাথে ওই অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান। এ সময় অন্তত চারজন অটোরিকশাযাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।অপরদিকে হবিগঞ্জের বাহুবলে গ্যাস নিতে গিয়ে দুই সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। গ্যাসপাম্পে যাওয়ার আগেই অজ্ঞাত গাড়ির চাপায় তারা প্রাণ হারান।সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর এলাকার বাগানবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের মৃত আতিক উল্লার ছেলে আব্দুর রকিব (৩৫) ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া (৪৫)।

 

 

 

 

 

 

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, উপজেলার পুটিজুরী থেকে রাত সাড়ে ৩টার দিকে অটোরিকশা নিয়ে মিরপুর বাজারে গ্যাস নিতে আসছিলেন দুই অটোচালক। পথিমধ্যে দৌলতপুরের বাগানবাড়ী এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রকিব ও আক্তারের মৃত্যু হয়।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে তাদের মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Development by: webnewsdesign.com