মৌলভীবাজারে ভূমি ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | ৬:৩৭ অপরাহ্ণ

মৌলভীবাজারে ভূমি ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন
apps

মৌলভীবাজারে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৪৪টি পাকা ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের পুুুুনর্বাসন করার লক্ষ্যে কাবিটা কর্মসূচীর আওতায় নির্মাণাধীন দূর্যোগ সহায়তার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

সোমবার (২১ ডিসেম্বর) সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের (পূর্ব লামুয়া) পংমধপুর গ্রামে ৪৪টি ঘরের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আহমদ উদ্দীন,সহসভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, ইউপি সদস্য আবু বক্করসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নির্মাণাধীন ৪৪টি ঘরে ব্যয় হবে ৭৫ লক্ষ ২৪ হাজার টাকা। বাস্তবায়নে সদর উপজেলা প্রশাসন মৌলভীবাজার।

Development by: webnewsdesign.com