মৌলভীবাজারে চার দিনব্যাপী জেলা কৃষি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ৪:০৪ অপরাহ্ণ

মৌলভীবাজারে চার দিনব্যাপী জেলা কৃষি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
apps

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্ট ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে ৪ দিনব্যাপী জেলা কৃষি ও প্রযুক্তি মেলা ২০২০ শুরু হয়েছে।

আজ সোমবার (২৪শে ফেব্রুয়ারি) কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে মেলার শুভ উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভা জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, কৃষকলীগের সভাপতি জমসেদ মিয়া প্রমুখ।

মেলা ২৪-২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য উম্মুক্ত থাকবে। মেলায় সর্বমোট ২০টি স্টল স্থান পেয়েছে।

Development by: webnewsdesign.com