মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮টি দোকানে চুরির ঘটনায় মানববন্ধন

বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১ | ৪:০৬ অপরাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮টি দোকানে চুরির ঘটনায় মানববন্ধন
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই রাতে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান চুরির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে প্রতিবাদ সভার আয়োজন করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতা মোঃ আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী এ এস এম ইয়াহিয়া খাঁন।

প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুল কাদির, দেবাশীষ ধর পার্থ, মোঃ শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মো.ফারুক মিয়া, দপ্তর সম্পাদক সুজিত শর্মা, কার্যকরী পরিষদের সদস্য অজয় দাশ,পরিমল পাল, সামছুল ইসলাম শামীম, অজয় সিং, মামণি বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. শাহ আলম, মানবাধিকার কর্মী মো. মানিক মিয়া, ব্যবসায়ী শেখ সারোয়ার জাহান জুয়েল, ব্যবসায়ী মাওলানা সৈয়দ মোজাদ্দিদ আলী, ও রহিম নোমানী প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলায় ৮ টি দোকান চুরির ঘটনায় প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিলো শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি। ২৪ ঘন্টার ভিতরে চোরদের ধরে আইনের আওতায় আনার দাবী জানানো হয়েছে। নাহলে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি বৃহৎ আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন এই প্রতিবাদ সভায় ঘোষণা করেন।

Development by: webnewsdesign.com