মৌলভীবাজারের কমলগঞ্জে ১০৩ লিটার মদসহ আটক এক নারী।

রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১ | ১১:১১ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জে ১০৩ লিটার মদসহ আটক এক নারী।
apps

রাজন আবেদীন রাজু কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরের কানিহাটি চা-বাগান থেকে ১০৩ লিটার মদ ও ২০ লিটার ওয়াশ (মদ তৈরীর উপকরণ) সহ সরস্বতী মৃধা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি কানিহাটি চা বাগানের অফিস লাইনের মৃত আনন্দ মৃধার স্ত্রী। শনিবার বেলা ২টায় শমসেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল কানিহাটি চা-বাগানে নারীর বসতঘর থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শমসেরনগরের কানিহাটি চা-বাগানে একটি চক্র নিয়মিত দেশী মদ তৈরী করে বিক্রি করে আসছিলেন।

এ অভিযোগে শনিবার আকস্মিকভাবে কানিহাটি অফিস লাইন এলাকায় সরস্বতী মৃধার ঘরে অভিযান চালিয়ে ১০৩ লিটার মদ ও মদ তৈরীর উপকরণ ২০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ জব্দ করে স্বরসতি মৃধাকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযানে মদসহ স্বরসতি মৃধাকে আটক করা হয়েছে। আটক নারীর বিরোদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Development by: webnewsdesign.com