মুজিব কেন্দ্রিক গানের ইংরেজী অনুবাদ

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৩৬ অপরাহ্ণ

মুজিব কেন্দ্রিক গানের ইংরেজী অনুবাদ
apps

মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কবি এস এম আব্দুর রউফের এর বেশ কয়েকটি মুজিব কেন্দ্রিক গানের ইংরেজী গানের অনুবাদ করা হয়েছে ।

 

রোববার (১৬ ই ফেব্রুয়ারী) বিকেলে পত্নীতলার একটি ভবনে সুনামধন্য অনুবাদক মো:বাদল রহমান গানগুলোর ইংরেজী অনুবাদ করেন গানগুলো হলো – ১) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বল ত, কে ২ তোরা মুজিব নামের পাল তুইলা দে ৩)মুজিব বর্ষে ওরে আয় কে ধরবি পাড়ি ৪)বাংলার ঘরে ঘরে বাংলার মানুষেরা মুজিব মুজিব শুধু বলছে সহ আরও কয়েকটি গান অনুবাদ করেন ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মো: ময়েজ উদ্দীন ও আমেরিকা প্রবাসী কবি আহমমদ হোসেন বাবু । উল্লেখ্য কবি এসএম আব্দুর রউফের বিখ্যাত কাব্যগ্রহন্থ “ উ :!কী বির্বণ মহাপৃথিবী ” এর ইংরেজী অনুবাদ করেছেন এই অনুবাদক ।

Development by: webnewsdesign.com