মামলায় জয়ী হয়ে চাম্পাফুলের শিক্ষক আব্দুল হাকিমের স্ব-পদে বহাল

সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | ৭:৩৪ অপরাহ্ণ

মামলায় জয়ী হয়ে চাম্পাফুলের শিক্ষক আব্দুল হাকিমের স্ব-পদে বহাল
apps

দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়েছে। চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসেবে স্বপদে পুনরায় বহাল রয়েছেন মোঃ আব্দুল হাকিম।

জানা যায়, সাবেক প্রধান শিক্ষক মরহুম শহিদুল ইসলাম অবসরে যাওয়ার পর নিয়ম তান্ত্রিক পন্থায় চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাকিম। এরপর সে সময়ে ম্যানেজিং কমিটির বৈধতা নিয়ে মামলা করে আব্দুল হাকিমকে প্রধান শিক্ষকের পদ থেকে অপসারণের চেষ্টা চলে।

আব্দুল হাকিম নিরুপায় হয়ে আদালতের স্মরণাপন্ন হন। দীর্ঘদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকায় ছেলেমেয়েদের লেখাপড়ার খুবই অসুবিধা হয়। দীর্ঘ সময় অতিক্রম হলেও এডহক কমিটি বিষয়টির সুস্পষ্ট কোন সমাধান দিতে পারেননি বলে জানা যায়। এডহক কমিটি না থাকায় আদালতের রায়কে সম্মান দেখানো এবং বিদ্যালয়ের বৃহৎ স্বার্থে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল হাকিমকে নিম্ন আদালতের সোলের মাধ্যমে আপোষ-মিমাংশা হলে সে প্রেক্ষিতে বিজ্ঞ বিচারিক সাব জর্জ দ্বিতীয় আদালত মূল মকদ্দমা নিষ্পত্তি করে দিয়ে বিধি মোতাবেক স্বপদে বহালের আদেশ জারি করেন।বিদ্যালয়ের স্বার্থে শিক্ষক-কর্মচারী ও অভিভাবক মণ্ডলী রেজুলেশনের মাধ্যমে মোঃ আব্দুল হাকিমকে স্বপদে অধিষ্ঠিত করেন।

শিক্ষক-কর্মচারীবৃন্দ আরো জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আদালতের রায়ের কপি এবং জিবির মতামত দেখালে তিনি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে বহাল থাকার অপচেষ্টা করেন। শেষ পর্যন্ত মোঃ আব্দুল হাকিম স্বপদে বহাল হওয়ায় বিদ্যালয়ে লেখাপড়ার শান্তিপূর্ণ পরিবেশ ফিরে পাবার আশাবাদ প্রকাশ করেন সুধীমহল ও অভিভাবক মণ্ডলী।

Development by: webnewsdesign.com