ভাঙ্গা রেলস্টেশন পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলক ট্রেন

মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২ | ৪:৩৬ অপরাহ্ণ

ভাঙ্গা রেলস্টেশন পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলক ট্রেন
ভাঙ্গা রেলস্টেশন পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলক ট্রেন
apps

ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলকভাবে ট্রেন (গ্যাংকার) গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা থেকে পরীক্ষামূলক ট্রেনটি ছেড়ে যায়। ৩২ কিলোমিটার পাড়ি দিয়ে ট্রেনটি পদ্মা স্টেশন পার হয়ে পদ্মা সেতুর দক্ষিণে জাজিরার ভায়াডাক্

টে পৌঁছায় দুপুর পৌনে ১টার দিকে। ভাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন রেলপথ চালু হওয়ার আগে পরীক্ষামূলক এই গ্যাংকারটি ভাঙ্গা থেকে ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে পদ্মা সেতুর দক্ষিণে জাজিরার ভায়াডাক্টে পৌঁছায়।

ভাঙ্গা রেলস্টেশন সূত্রে জানা গেছে, বিশেষ আকৃতিতে নির্মিত পরীক্ষামূলক রেল ইঞ্জিন ট্রেনটি ‘গ্যাংকার’ নামে পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনী-সিএসসির (কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট) সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ‘ডর্প’ এটি বাস্তবায়ন করছে। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ জুন ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

Development by: webnewsdesign.com