বড়লেখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | ৭:৩১ অপরাহ্ণ

বড়লেখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস
apps

মৌলভীবাজারের বড়লেখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টান। (১৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরুহয় কর্মসূচির।

দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে দেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রত্নদীপ্ব বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আমিনুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

Development by: webnewsdesign.com