বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ৫ দফা দাবীতে মানববন্ধন

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ | ৫:৫৭ অপরাহ্ণ

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ৫ দফা দাবীতে মানববন্ধন
apps

বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ৫ দফা দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ বাগেরহাট সদর উপজেলা আহবায়ক গৌরাঙ্গ মজুমদার, সদস্য সচিব এস এম সাইফুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন মোল্লাসহ বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনি কর্মচারী পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানব বন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রায় পঞ্চাশ হাজার তৃতীয় শ্রেণীর কর্মচারী জাতি গঠনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চরম মানবেতর দিন পার করছে। জাতির জনকের কন্যা সরকার মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে যুগোপযোগী শিক্ষানীতি উপহার দিয়েছেন।

বক্তরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কোন কর্মচারী চাকুরীতে যোগদানের তারিখ হতে অবসর গ্রহন পর্যন্ত ৩০ থেকে ৪০ বছর চাকুরী করার পরেও বেতন গ্রেডের কোন পরিবর্তন হয় না, সারা জীবনে হয়না কোন পদোন্নতী। চাকুরীবিধি অনুসরন না করার কারনে নাই কোন কর্ম ঘন্টা, নাই কোন ওভার টাইম। তাদের দাবি উচ্চতর বেতন গ্রেডসহ পদের নাম পরিবর্তন, শিক্ষকদের ন্যায় শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী ৩য় শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, স্কেল পরিবর্তন,কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কম্পিউটার সহ বিভিন্ন বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা ও অনার্স, মাস্টার্স কলেজের প্রতি বিভাগে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ সৃষ্টি করা।

বক্তারা তাদের এই ৫ দফার বর্নিত দাবীসমূহ অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Development by: webnewsdesign.com