বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এর ১ম মৃত্যু বার্ষিকী

রবিবার, ৩১ জুলাই ২০২২ | ১০:৩৯ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এর ১ম মৃত্যু বার্ষিকী
apps

কুমিল্লার চান্দিনায় প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এর ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ জুলাই) বিকেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে চান্দিনা মহিলা কলেজ মাঠে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, এমপি।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ‘আজকের স্মরণ সভায় উপজেলার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে প্রমাণ করে যে জনসেবা দিয়ে অধ্যাপক মো. আলী আশরাফ চান্দিনার জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফবিসিসিআই সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. মোতাহার হোসেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল-আজাদ মমতাজ, মো.দেলোয়ার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, অধ্যাপক হেদায়েত উল্লাহ, মোখলেছুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তুহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপন, গল্লাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যান।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্যজোট একাংশের মহাসচিব মাও. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবলীগ আহবায়ক ও ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, চান্দিনা উপজেলা কৃষকলীগের সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ্ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, উপজেলা তাঁতীলীগ আহবায়ক আব্দুল হালিম প্রমুখ।

Development by: webnewsdesign.com