বাগেরহাটে ফুটপাত দখল ও জলাবদ্ধতা নিরোসনে মতবিনিময় সভা

বুধবার, ০৮ জুন ২০২২ | ৬:১২ অপরাহ্ণ

বাগেরহাটে ফুটপাত দখল ও জলাবদ্ধতা নিরোসনে মতবিনিময় সভা
apps

বাগেরহাট পৌরসভার ফুটপাতে অবৈধ দখল ও জলাবদ্ধতা নিরোসনে মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) সকালে বাগেরহাট পৗরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক (পিপিএম), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট পৌরসভা কাউন্সিলর আলহাজ¦ তালুকদার আব্দুর বাকী, আবুল হাসেম শিপন, রেজাউর রহমান মন্টু খান আবু বক্কর,শাহনেওয়াজ মোল্লা দোলন, সরদার শামিম আহসান, ফারুক তালুকদার,মনিরুজ্জামান মনি, জনি, মহিলা কাউন্সিলর তানিয়া খাতুনসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

সভায় পৌরসভা পরিস্কার পরিচ্ছন্নতা ও সুন্দর রাখতে বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় অবৈধ ভাবে যারা ফুটপাত দখল করছে তা দ্রুত দখল মুক্ত ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Development by: webnewsdesign.com