বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতার স্ত্রীসহ আহত-৩

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ | ৯:১৮ অপরাহ্ণ

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতার স্ত্রীসহ আহত-৩
apps

সন্ত্রাসী ও জঙ্গীবাদ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে বাগেরহাটে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আসার পথে সদর উপজেলা আওয়ামীলীগের নেতা মুকুল তার স্ত্রী কোহিনুর বেগম (৪০),পুত্র রাকিব সরদার (১৬) ও মেয়ে শারমিন আক্তার স্বপ্না (২২)সহ ৩জন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: মুকুল সরদার গতকাল বৃহস্পতিবার দুপুরে কু-কোড়ামারা এলাকা থেকে বাগেরহাটে দলীয় অনুষ্ঠানে আসার পথে প্রতিপক্ষ স্থানীয় মনি মল্লিক (৪৫), হানিফ দর্জি (৩২), পলাশ দর্জি (৩০), রুহুল শেখ(৪০) ও সেলিম দর্জি (৪০) দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় তার ডাকচিৎকারে তার স্ত্রী কোহিনুর বেগম(৪০) তার এস,এসসি পরিক্ষার্থী পুত্র রাকিব সরদার ও মেয়ে শারমিন আক্তার স্বপ্না ঠেকাতে এলে সন্ত্রাসীরা তাদের বেদম মারপিট করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রাঘাতে কোহিনুর বেগম গুরুত্বর আহত হন। তার বাম পায়ের আঙ্গুল ভেঙ্গে যায়, হাত, শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের হামলার তার মেয়ে ও ছেলে আহত হন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আওয়ামীলীগনেতা মুকুল সরদার জানান।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম বলেন, হামলা ও মারপিটের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Development by: webnewsdesign.com