বাউফলে ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ৬:০৮ অপরাহ্ণ

বাউফলে ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ
apps

বাউফলের সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে সাবু মিয়ার বাড়ির দক্ষিন পাশে খালের উপর প্রায় ২০ বছর আগে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত আয়রন ব্রিজটি মাঝখান বরাবর ভেঙ্গে পড়েছে। ধানের বীজ নিয়ে টমটম পারাপার হওয়ায় সময় ব্রিচটি ভেঙ্গে পড়ে। ফলে ওই এলাকার প্রায় দুই হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

এলাকাবাসী জানানয়, এই ব্রিজটি দিয়ে ইন্দ্রকুল গ্রামের প্রায় দুই হাজার মানুষ প্রতিদিন যাতায়ত করে। এছাড়াও ওই গ্রামের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রকুল গাবতলা সিনিয়র মাদ্রাসা এবং রাড়ী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী যাতায়ত করত। ব্রিজটি ভেঙ্গে পরায় বর্তমানে ওই খালে কলা গাছের ভেলা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছেন।

এলাকার মানুষ দ্রুত ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন। সূর্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু জানান, ৩০ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সভা হবে। আপদকালিন তহবিল থেকে ব্রিজটি মেরামতের জন্য প্রস্তাব করা হবে।

Development by: webnewsdesign.com