বাংলাদেশের সামনে ৫১১ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪ | ১২:৩১ অপরাহ্ণ

বাংলাদেশের সামনে ৫১১ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা
বাংলাদেশের সামনে ৫১১ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা
apps

সকালের সেশনে একটি উইকেট নিলো বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরালেন সাকিব আল হাসান। ফিরে এলো পুরোনো অনেক স্মৃতি। এরপর লঙ্কানদের লিড ছাড়িয়ে গেলো পাঁচশ। ইনিংস ঘোষণা করে দেন ধনঞ্জয়া ডি সিলভা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৫৩১ রান করে বাংলাদেশ। পরে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৭৮ রানে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৮ রান করে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০২ রান নিয়ে চতুর্থ দিনে মাঠে নামে বাংলাদেশ। এদিন সকালেই হাফ সেঞ্চুরি তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার সঙ্গী প্রবাথ জয়াসুরিয়াও সঙ্গ দেন দারুণভাবে।

মিডল স্টাম্পে পড়ার পর টার্ন করে বেরিয়ে যাওয়া বলটি পেছনের পায়ে ভর করে খেলতে চেয়ে ব্যর্থ হয়েছেন ম্যাথুস। ফিফটি করা শ্রীলঙ্কান ব্যাটসম্যান বোল্ড হন সাকিব আল হাসানের বলে। চতুর্থ দিনে এটিই ছিল বাংলাদেশের প্রথম সাফল্য।

Development by: webnewsdesign.com