বর্তমান বাজার অনুযায়ী পেনশন,ভাতা,রেশন খুবই নগণ্য : বাংলাদেশ অসকস

শনিবার, ১৮ জুন ২০২২ | ৯:৩৮ অপরাহ্ণ

বর্তমান বাজার অনুযায়ী পেনশন,ভাতা,রেশন খুবই নগণ্য : বাংলাদেশ অসকস
apps

বর্তমান বাজার অনুযায়ী পেনশন , ভাতা, রেশন নগণ্য বলে জানিয়েছেন- বাংলাদেশ অসকস এর কেন্দ্রীয় কমিটির অর্থ উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা আফজাল হোসেন।দুপুরে রংপুর মহানগরীর কনফিডেন্স টাওয়ারে “বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা”(রেজিঃ নং সি-১৭০১৩৫) এক মতবিনিময় সভায় জেলা কমিটির সহসভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন,অসকস কেন্দ্রীয় কমিটির অর্থ উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জনাব আফজাল হোসেন।

এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সকল সদস্যরা উপস্থিত হয়ে এই মতবিনিময় সভায় অংশ নেন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে, বর্তমান পরিস্থিতিতে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন।

উক্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি সার্জেন্ট সাফিউল ইসলাম, অর্ডন্যান্স (অবঃ), সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট ম গোলাম রববানী, সিগন্যালস (অবঃ), সহ-সভাপতি সার্জেন্টসিরাজুল ইসলাম, সিগন্যালস (অবঃ), সার্জেন্ট মোঃ বেলাল উদ্দিন, এএসসি (অবঃ), সার্জেন্ট (অবঃ) জাহাঙ্গীর আলম, এএসসি (অবঃ), সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রফিকুল ইসলাম, সিগন্যালস (অবঃ), রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট রেজাউল করিম সরকার, এএমসি (অবঃ), সহ-সভাপতি সার্জেন্ট তোজাম্মেল হক, বীর (অবঃ), সাধারণ সম্পাদক সার্জেন্ট মনিরুজ্জামান মনির, ইন্জিঃ (অবঃ), সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সিরাজুল ইসলাম খান, সিগন্যালস (অবঃ), অর্থ সম্পাদক সার্জেন্ট জয়নাল আবেদীন, সিগন্যালস (অবঃ), সার্জেন্ট মোঃ আব্দুল মান্নান, ইবি (অবঃ) সহ রংপুর মহানগরের নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ। পরে দেশের বন্যা পানিবন্দি মানুষের জন্য মহান আল্লাহতালার দরবারে মোনাজাত করা হয় এবং আলোচনা সভা শেষে সকলকে অসহায় বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান” অসকস।

Development by: webnewsdesign.com