বন্ধু যখন শত্রু হয় পরীনতি হয় ভয়ংকর, মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় রবিউল ইসলাম (১৮) নামের এক কিশোরের ছুরিকাঘাতে মিত্যু

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ | ৪:৫৭ অপরাহ্ণ

বন্ধু যখন শত্রু হয় পরীনতি হয় ভয়ংকর, মৃত্যু
apps

চট্টগ্রামের সাতকানিয়ায় রবিউল ইসলাম (১৮) নামের এক কিশোরের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন (২০) নামের আরেক কিশোর খুন হয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯টায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪নং পূর্ব কাটগড় বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বারুদখানা এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। অপরদিকে খুনি রবিউল ইসলাম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ৪নং ওয়ার্ড পূর্ব কাটগড় নয়া পাড়া এলাকার মৃত ইসলাম মিয়া ড্রাইভারের ছেলে।

বৃহস্পতিবার এশার নামাজের পর সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় বিওসির মোড় এলাকায় দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল তার বন্ধু সাজ্জাদকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা সাজ্জাদকে চমেক হাসপাতালে নেওয়ার পথে পটিয়ায় পৌঁছলে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী জানান, আগে থেকে মনোমালিন্যের জেরে রবিউল বিওসির মোড় এলাকায় অবস্থান করার খবর পেয়ে দোহাজারী এলাকা থেকে সাজ্জাদসহ বেশ কয়েকজন উঠতি বয়সের তরুণ রিকশা যোগে বিওসি’র মোড় এলাকায় আসে।

এ সময় রিকশা থেকে নেমে কিছু বুঝে ওঠার আগেই রবিউলকে মারধর শুরু করে। এক পর্যায়ে রবিউলের কোমরে থাকা ছুরি দিয়ে সাজ্জাদের বুকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পর পর দোহাজারী সাজ্জাদের ঘনিষ্ঠরা রবিউলের বাড়িতে এসে টিনের সীমানা প্রাচীর ও ঘরের কিছু আসবাবপত্র ভাঙচুর করে।

রবিউলের মা শাহানা আক্তার বলেন, কিছুদিন আগে তারা দু বন্ধুর মধ্যে মনোমালিন্য হলে আমার মেয়ের জামাই জাহাঙ্গির উভয়কে মিলিয়ে দেয়। এরমধ্যে পুনরায় মনোমালিন্য শুরু হলে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, রবিউলকে গ্রেপ্তারের জন্য সম্ভাব্য সব জায়গায় সোর্স লাগানো হয়েছে। পটিয়া থানা লাশ ময়না তদন্তের ব্যবস্থা নেবে। নিহতের স্বজনদের মামলা দায়েরের জন্য বলা হয়েছে।

Development by: webnewsdesign.com