বড়লেখায় রমজান উপলক্ষে রহমানিয়া ফাউন্ডেশন’র খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

সোমবার, ২০ মার্চ ২০২৩ | ৯:২৪ অপরাহ্ণ

বড়লেখায় রমজান উপলক্ষে রহমানিয়া ফাউন্ডেশন’র খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
বড়লেখায় রমজান উপলক্ষে রহমানিয়া ফাউন্ডেশন’র খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
apps

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, দুস্থ ও এতিম ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে রহমানিয়া ফাউন্ডেশন। রবিবার সকালে বড়লেখা উপজেলার দাসের বাজার ইউপির রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় রহমানিয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপত্বিত করেন আলহাজ্ব আব্দুল আজিজ পঁচাই মিয়া। অত্র মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুল হামিদ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন, মো. ফয়জুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল কাদির, হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে কর্মহীন গরিব অসহায় মানুষ পরিবার পরিজন নিয়ে চরম সংকটে দিন পার করে। তাদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। তা না হলে এ মানুষগুলো আরো বেশি অসহায় হয়ে পড়বে। মানুষের দু:সময়ে মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। সামর্থ্যবানরা সহযোগিতার হাত বাড়িয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে হবে। পবিত্র রমজান মাস আমাদের সেই শিক্ষাই দেয়।

দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আবুল কালাম আজাদ। এসময়, আব্দুস ছত্তার, আয়ূব আলী, মো. ময়না মিয়া, বশির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল – চাল, ডাল, আলু লবন, তেল, ছোলা,পেঁয়াজসহ নগদ অর্থ।

Development by: webnewsdesign.com