বগুড়ায় অবৈধ কোয়েল ফ্যাক্টরিতে আগ্নিকাণ্ড, শ্রমিকের মৃত্যু

শনিবার, ১৩ মার্চ ২০২১ | ১১:১৫ পূর্বাহ্ণ

বগুড়ায় অবৈধ কোয়েল ফ্যাক্টরিতে আগ্নিকাণ্ড, শ্রমিকের মৃত্যু
apps

বগুড়ার সদরের শিকারপুরে একটি অবৈধ কোয়েল ফ্যাক্টরিতে আগ্নিকাণ্ডে প্রাণ গেছে এক শ্রমিকের। বেল্লাল হোসেন নামে ওই শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের চর বেলটন গ্রামে।

শনিবার (১৩ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে আগুনের লেলিহান দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ জানান, মার্স কিউট সুপার নামে এই কয়েল কারখানা দীর্ঘদিন ধরে কয়েল এবং পাশাপাশি সিনর গোল্ড নামে সিগারেট তৈরি করত। ফায়ার সার্ভিসের কোনো নিয়মাবলি না মেনেই এই কারখানা তারা তৈরি করেছেন যেটি আইনগতভাবে অবৈধ।

স্থানীয় লোকজন জানান, সেখানে বাইরের কাউকে প্রবেশ করতে দিত না মালিক পক্ষ। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘটনার পর থেকে মালিকপক্ষ পলাতক রয়েছে।

Development by: webnewsdesign.com