পাঁচবিবিতে ভুমিহীদের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ৬:৩৮ অপরাহ্ণ

পাঁচবিবিতে ভুমিহীদের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে কাবিটা কর্মসূচির আওতায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য দুর্যোগসহনীয় গৃহনির্মাণের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ শরীফুর ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুর ও কলন্দরপুর ২টি গ্রামে প্রায় ১৮ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে ১১টি ঘর নির্মাণ কাজ পরিদর্শন করে তিনি।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা,পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব,ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নামজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ শেফা ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রায়হান শরিফসহ অনেকে উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com