পাঁচবিবিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখতে ইউএনও’র বাজার মনিটরিং

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | ২:২৫ অপরাহ্ণ

পাঁচবিবিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখতে ইউএনও’র বাজার মনিটরিং
apps

ভারত সরকার পূর্ব ঘোষনা ছাড়াই অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে হঠাৎ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। পেঁয়াজ আমদানী বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশের পাইকারি ও খচরা বিক্রেতাসহ সাধারণ ক্রেতারা। পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারন দেখিয়ে আড়ৎদার ও পাইকারি বিক্রেতারা পেঁয়াজের কৃত্তিম সংকট দেখিয়ে যেন মূল্যবৃদ্ধি করতে না পারে এ জন্য বাজার মনিটরিং করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন।

 

পাইকারি ও খুচরা পেঁয়াজ বিক্রেতাদের উদ্দেশে ইউএনও বলেন, দেশে এখনও যথেষ্ঠ পরিমানে পেঁয়াজের মজুত রয়েছে দাম বৃদ্ধির কোন সুযোগ নাই। পেঁয়াজের আড়ৎদাররা যেন সিন্ডিকেট গঠন করতে না পারে এ জন্য বাজার ব্যবসায়ী সংগঠনের নেতাদের সর্তক থাকার পরামর্শ দেন ইউএনও।

মঙ্গলবার বিকেলে ঘন্টাব্যাপী নির্বাহী অফিসার পাঁচবিবি বাজারে সরেজমিনে গিয়ে পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রত্যেক দোকানদারদের সঙ্গে এবিষয়ে কথা বলেন। এছাড়া কোন দোকানদার যদি ক্রেতা সাধারণদের নিকট থেকে দাম বেশী নেয় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও সর্তক করেন দেন তিনি।

Development by: webnewsdesign.com